শিরোনাম
ইসলামপুরে হা-ডু-ডু খেলায় হাজারো জনতার ভিড়
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১
ইসলামপুরে হা-ডু-ডু খেলায়  হাজারো জনতার ভিড়
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের সভারচর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু ফাইনাল খেলা।


ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভিড় করতে থাকেন খেলার মাঠে।


হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় কাছিমার চর একাদশ মহলগিরি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু ও রানার্স আপ দলকে একটি ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।


এসময় পরিচালনা কমিটির সভাপতি আঃ রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, ওসি আব্দুল্লাহ আল মামুন ও চেয়ারম্যান হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এব্যাপারে খেলা পরিচালনা কমিটির সভাপতি আঃ রহিম বাদশার জানান, দর্শকেরে আগ্রহ থাকায় প্রতিবছরই এ খেলার আয়োজন করা হবে।


বিবার্তা/হারুনী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com