শিরোনাম
জামালপুরে নয় হাজার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ১
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬
জামালপুরে নয় হাজার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ১
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে ৮ হাজার ৮১৯টি জাল স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প লাগানো ১ হাজার ৫২০টি বিড়ির প্যাকেট’সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।


জামালপুর র‌্যাব-১৪, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।


জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১, প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঝালুরচর বাছেদপুর গ্রামে রাসেদ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ওই ফ্যাক্টরির একটি কক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক কর পরিশোধিত ৮ হাজার ৮১৯টি জাল স্ট্যাম্প, যার মূল্য ৭৩ হাজার ৪৬২ টাকা, জাল স্ট্যাম্প লাগানো ১ হাজার ৫২০টি বিড়ির প্যাকেট, যার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং ১ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট জব্দ করে।


এ ঘটনায় বিড়ি ফ্যাক্টরির মালিক ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৩৫) কে আটক করা হয়েছে।


আটক মো. লুৎফর রহমান র‌্যাব জানায় আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প লাগিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ির ব্যবসা করে আসছিল। আটক মো. লুৎফর রহমানের বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com