শিরোনাম
পাবনায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:২৯
পাবনায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার টেবুনিয়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা-রাজশাহী রেল রুটের টেবুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তরুণ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম হোসেনের ছেলে।


ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ওসি গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, গত ১৫ দিন আগে পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের পাশের গ্রামে বিয়ে করেন রাসেল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাসেল রেললাইনের ওপর দিয়ে হেঁটে টেবুনিয়া রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এসময় রাজশাহীগামী আন্তঃনগর ৭৭৯ 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ওসি গোপাল কুমার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com