শিরোনাম
চলনবিলে মাসব্যাপী নৌকাবাইচের আয়োজন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০২
চলনবিলে মাসব্যাপী নৌকাবাইচের আয়োজন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটগ্রামে চলনবিলের সোনালি সৈকতে শুরু হয়েছে মাসব্যাপী নৌকাবাইচের আয়োজন। এবারের নৌকাবাইচে অংশ নিচ্ছে বিভিন্ন জেলার ৩২টি নৌকা।


বন্যার পর পানিতে পরিপূর্ণ চলনবিলে সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীদের জন্য প্রতি বছরই নৌকাবাইচের আয়োজন করা হয়। করোনা ঝুঁকির মধ্যেই প্রতিদিন বাইচ দেখতে আসছেন হাজারো মানুষ।


পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই বাইচের উদ্বোধন করেন।


নাদিরা ইয়াসমিন জলি বলেন, নৌকাবাইচ নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে বছরের পর বছর ধরে চলে আসছে। যদিও নদ-নদী শুকিয়ে যাওয়ায় কালের আবর্তে অনেক এলাকা থেকেই হারিয়ে গেছে নৌকাবাইচের উৎসব তবে চলনবিলের মানুষ চিরায়িত বাঙালির অতীত ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছে।


চলনবিলের নৌকাবাইচ ঘিরে হাতগ্রাম এখন উৎসবমুখর। বসেছে নানান পসরার দোকানপাট। তবে এর পরিসর বাড়ানোর দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।


হাদল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, এ অঞ্চলের মানুষ তাদের নিজেদের উদ্যোগে বছরের পর বছর এ নৌকাবাইচ করে আসছে। এখন তা মাসব্যাপী চলনবিলের সর্ববৃহৎ উৎসবের রূপ নিয়েছে।


তিনি বলেন, সরকারের সহযোগিতা পেলে চলনবিলের এ অঞ্চল কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com