
‘সুস্থ দেহ, সুন্দর মন’ এ প্রতিপাদ্যে জামালপুরে আসাদ উদ্দিন চৌধুরী স্মৃতি দাবা প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ নয়াপাড়া অনুষ্ঠিত দাবা খেলায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ১৬ জন করে ২টি গ্রুপে ৩২ জন দাবা খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতি লীগ জামালপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম আলমের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার বিকালে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও জেলা ক্রীয়া সংস্থার সদস্য মাহবুবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন খেলা আয়োজক মরহুম আসাদ উদ্দিন চৌধুরীর ছেলে আরিফুল হাসান চৌধুরী শোভন।
খেলাটি সহযোগিতায় ছিলেন আজিজুল হক মোল্লা, তোজাম্মেল হক মহন, শাকিল, রাজন, মেহেদী হাসান ও সুমন।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও আয়োজক ফাইনাল খেলায় ক গ্রুপের চ্যাম্পিয়ন জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের আলমঙ্গীর হোসেন ও খ গ্রুপের চ্যাম্পিয়ন ইসলামপুরের ডিগ্রিচর গ্রামের আব্দুল হাকিম ও রানার্স আপসহ অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন।
বিবার্তা/ওসমান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]