শিরোনাম
জামালপুরে যমুনা নদীর সংরক্ষণ বাঁধে ভাঙ্গণ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২০, ১৬:৫৩
জামালপুরে যমুনা নদীর সংরক্ষণ বাঁধে ভাঙ্গণ
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরে বন্যার পানি কমার সাথে সাথে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধ্বস দেখা দিয়েছে।


জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০১১ সালে যমুনা নদীর বামতীর ভাঙ্গন হতে জামালপুরের বাহাদুরাবাদ হতে ফুটানী বাজার পর্যন্ত ও সরিষাবাড়ী উপজেলার পিংনা বাজার এলাকা এবং ইসলামপুর উপজেলার হরিণধরাহতে হাড়গিলা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পটির কাজ করা হয়।


গত দুই দিনে যমুনার বাম তীর সংরক্ষণ বাধেঁর এই প্রকল্পের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ ঘাটের পাশে আর সিসি ব্লক সরে গিয়ে ৫০/৬০মিটার ধ্বসে গেছে। ইতোমধ্যে যমুনা তীরের বাসিন্দা জালাল শেকের দুইটি বসতঘর যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনে কবলে পাড়ায় দুই দিনে দশটি পরিবার বাঢ়ি ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়েছেন।


এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ায় মাত্র কয়েক বছর আগে নির্মিত তীর সংরক্ষণ প্রকল্পে মাঝে মধ্যেই প্রতিবছরই ভাঙন দেখা দেয়।


স্থানীয় পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল জানান, তীর সংরক্ষণ প্রকল্পে মোরাদাবাদ অংশে সিসি বøক বন্যার পানিতে সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।


জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ সাংবাদিকদের জানান, ভাঙ্গন রোখে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/ওসমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com