শিরোনাম
দিনাজপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু
প্রকাশ : ১৬ আগস্ট ২০২০, ২২:৪৮
দিনাজপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে রবিবার করোনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় ৪৮ জন মারা গেছে। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩৭ জনের।


জেলায় গত ২৪ ঘন্টায় আরো নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৪ জন। আজ ৭৬ জনসহ জেলার করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৮০১ জন।


দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর এবং বিকেলে করোনায় দু'জনের মৃত্যু হয়েছে। মৃত একব্যক্তির নাম সাদেকুল ইসলাম (৫০)। তার বাড়ি সদর উপজেলায়। তার গত ১১ আগস্ট করোনা শনাক্ত হয়েছিলেন। অন্যদিকে মৃত আরেকজন মনসুর আলী (৮০)। তার বাড়ি কাহারোল উপজেলায়। তিনিও ১১ আগস্ট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন।


দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি নমুনা পজিটিভ এসেছে। পজিটিভ রিপোর্টগুলোর মধ্যে সদরে ২৫ জন, বিরলে একজন ও বীরগঞ্জে একজন রয়েছে।


বিবার্তা/শাহী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com