শিরোনাম
বশেমুরবিপ্রবির চুরি হওয়া কম্পিউটার বনানীতে উদ্ধার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ০৯:৩৬
বশেমুরবিপ্রবির চুরি হওয়া কম্পিউটার বনানীতে উদ্ধার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরি হয়ে যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি কম্পিউটার ঢাকার বনানী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত ১০টায় রাজধানীর বনানী এলাকার একটি হোটেল থেকে পুলিশের তৎপরতায় কম্পিউটারগুলো উদ্ধার করা হয়। বনানী থানার ওসি নূরে আজম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


ওসি জানান, ঢাকার বনানীর একটি হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই হোটেলের দারোয়ানকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু উপর্যুপরি ঘটনায় ওই হোটেলের কর্তব্যরত দারোয়ান জড়িত আছে কি-না সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কম্পিউটারগুলো আজ রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


প্রসঙ্গত, পবিত্র ইদুল আজহার ছুটিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com