
রাজবাড়ীতে নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪৫ জনে।
৯ আগস্ট ১৭৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার (১২ আগষ্ট) রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে নতুন ৮৭ জনের নমুনায় পজেটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম এসব তথ্য জানান।
শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, কালুখালীতে ৪ জন, গোয়ালন্দে ২ জন, পাংশায় ১৪ জন ও বালিয়াকান্দিতে ৩০ জন।
এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৭৫৩ জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছে ২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫০ জন।
সিভিল সার্জন নুরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৯ জনের নমুনা ৯ আগস্ট ঢাকায় পাঠিয়ে নতুন এ ৮৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]