শিরোনাম
হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি শুরু
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১২:১৩
হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হিন্দু সম্প্রদায়ের জন্মঅষ্টমী ও ভারতীয় ব্যবসায়ীর মৃত্য কারণে একদিন বন্ধ পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।


বুধবার (১২ আগস্ট) হিলি পানামা পোর্ট লিঙ্কের গণ-সংযোগ কর্মকর্তা সোহারফ হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ও ভারতীয় ব্যবসায়ীর মৃত্যর কারনে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধের পর বুধবার (১২ আগস্ট) সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রফতানির সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছ।


তিনি আরো জানান, বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো আনলোড করে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।


বিবার্তা/রব্বানী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com