শিরোনাম
সিলেটে চিকিৎসক-পুলিশসহ করোনা শনাক্ত আরো ১১০
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ০৯:২৩
সিলেটে চিকিৎসক-পুলিশসহ করোনা শনাক্ত আরো ১১০
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে নতুন করে চিকিৎসক ও পুলিশসহ ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৬৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।


মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক ও একজন পুলিশ কমকর্তা রয়েছেন। নতুন শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে সিলেটে ২৮ জন, মৌলভীবাজারের ৩৯ জন ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন।


সিলেট জেলায় শনাক্ত ২৮ জনের মধ্যে ২৬ জনের বাড়িই সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজারে একজন করে রয়েছেন।


এদিকে, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরুন্নবি আজাদ জুয়েল।


তিনি জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৫ জন এবং সুনামগঞ্জের ২৭ জন রয়েছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com