শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় ঝরল ৭ প্রাণ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৭:২৮
ময়মনসিংহে বাসচাপায় ঝরল ৭ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাস চালককে আটক করা হয়েছে।


জানা গেছে, শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনেটে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস।


ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এসএম সেলিম বলেন, জামালপুরগামী রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


বিবার্তা/আবদাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com