
ভোলা সদর উপজেলায় বিশ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ভোলা সদর থানার শিবপুর ইউনিয়ের ৩ নং ওয়ার্ডে এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো.লিটন হাওলাদার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালীকির্তী ১নং ওয়ার্ডের মো.জাহাঙ্গীর হাওলাদারের ছেলে, মো.হারুন পাটোয়ারী ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. সেলিমের ছেলে ও মো. মিজানুর রহমান মিয়া ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের কালীকির্তী ১নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]