শিরোনাম
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের বিচার চাই: ব্যারিস্টার তুরিন আফরোজ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১২:৫১
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের বিচার চাই: ব্যারিস্টার তুরিন আফরোজ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো মূলত: তিনটি কারণে: এক ১৯৭১-এর পরাজয়ের বদলা নেয়ার জন্য। দুই যুদ্ধাপরাধীদের বিচার রহিত করার জন্য। তিন বাংলাদেশে পাকিস্তানী প্রেমীদের পুনর্বাসন করার জন্য। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে ঠিকই। তবে নেপথ্যের খলনায়করা আড়ালেই থেকে গেছে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা কর্তৃক এক আলোচনা সভায় এসব কথা বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কার্যনির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।


বক্তব্যে তিনি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সেইসব নেপথ্যের খলনায়কদের মৃত্যু উত্তর বিচার-এর জোর দাবী জানান। প্রয়োজনে বিশেষ আইন করে এই বিচার করার দাবী জানিয়েছেন ড. তুরিন আফরোজ।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী সামনে রেখে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে, মানিকগঞ্জ উদীচী কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় সামাজিক দূরত্ব বজয় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. সাখাওয়াৎ হোসাইন খান-এর সঞ্চলনায় আলোচনা সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন, ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট ছানোয়ার হোসেন।


বক্তব্য রাখেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা প্রফেসর ঊর্মিলা রায়, নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সহসম্পাদক ও জেলা উদীচী’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিমল রায়, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক বাসুদেব সাহা, অধ্যাপক আশুতোষ রায়, এডভোকেট উদ্বোব সরকার, এডভোকেট আনোয়ার হোসেন ও রাজিব খান।


এছাড়াও আরো বক্তব্য রাখেন নির্মূল কমিটি নারী ফ্রন্ট জেলা শাখার সভাপতি নাজমুন নাহার নাজ, ছাত্র ফ্রন্ট-এর সভাপতি রিক্তার ঋতু ও সাংবাদিক পারভেজ বাবুল প্রমুখ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com