
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাঈদ খান শাওন হামলার শিকার হয়েছেন।শনিবার (১ আগস্ট) নিজ জেলা মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদের নামাজ পড়ে ঘরে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় শাওনকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাওন জানান, কুলাউড়া শহরের দক্ষিনবাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মুরব্বি ইসহাক আলীর সাথে ঈদের কুশল বিনিময় করে নিজ ঘরে ফেরার পথে ইসহাক আলীর বাড়ির গেইটের সামনে স্থানীয় বাসিন্দা শিবলু ও তার দুই ছেলে ইমন, সায়মন, শিবলুর ভাই লেবু মিয়া ও তার ছেলে রাব্বি শাওনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, শাওনকে গুরুতর আহত অবস্থায় কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, হামলায় আহত ছাত্রলীগ নেতা শাওনের শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। এ হামলার ঘটনায় জড়িত শিবলুর বাড়ি থেকে তার ছেলে ইমনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। জড়িত বাকিদেরও আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]