শিরোনাম
পাটুরিয়া দৌলতদিয়ায় ট্রাক পারাপার শুরু
প্রকাশ : ০১ আগস্ট ২০২০, ১৭:০০
পাটুরিয়া দৌলতদিয়ায়  ট্রাক পারাপার শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট গাড়ি ও বাসের চাপ কমে যাওয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে।


ঈদের আগে নির্দেশনা অনুযায়ী ট্রাক পারাপার বন্ধ থাকায় টার্মিনালে প্রায় ৪০০ ও উথুলী সংযোগ সড়ক থেকে আরিচা সড়কে প্রায় ২০০ ট্রাক আটকা ছিল।


শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, সকালে ছোট গাড়ির কিছুটা চাপ থাকলেও এখন আর নেই। তাই ট্রাক পারাপার শুরু হয়েছে। উথুলী সংযোগ সড়কে আটকে থাকা ট্রাকগুলো পারপারের জন্য ছেড়ে দেয়া হচ্ছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঘাট এলাকায় ছোট গাড়ি ও বাস একদমই নেই। ঈদের কারণে ছোট গাড়ি ও বাস পারাপার করায় ট্রাক পারাপার বন্ধ ছিল। এখন চাপ না থাকায় টার্মিনালে আটকা পড়া ট্রাকগুলো পর্যায়ক্রমে পারাপার শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি চলাচল করছে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com