
নড়াইলে নতুন করে এক চিকিৎসকসহ আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন ঘোষসহ লোহাগড়া উপজেলায় ১৫ জন, সদর উপজেলায় ১১ জন এবং কালিয়ায় তিনজনের রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সিভিল সার্জন ডা. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত নড়াইল জেলায় ২১ জন পুলিশ সদস্য ও ১১ জন চিকিৎসকসহ মোট ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ২১৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং আট জন মারা গেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]