শিরোনাম
বৃক্ষরোপণের মাধ্যমে মুহুরী লিও ক্লাবের নতুন বর্ষ শুরু
প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৭:০৫
বৃক্ষরোপণের মাধ্যমে মুহুরী লিও ক্লাবের নতুন বর্ষ শুরু
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলমান জুলাই মাসকে বৃক্ষরোপণ মাস ঘোষণা করে বৃক্ষরোপণের মাধ্যমে নতুন বর্ষের শুভ সূচনা করলো ফেনী মুহুরী লিও ক্লাব।


শনিবার (১১ জুলাই) ফতেহপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী'র প্রেসিডেন্ট লায়ন আবু তাহের ভূঁইয়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানে আলম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী'র প্রেসিডেন্ট এবং ফেনী প্রেস ক্লাবের সভাপতি লায়ন আবু তাহের ভূঁইয়া।


আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরী'র সেক্রেটারি লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন, ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। বৃক্ষরোপণ শেষে বৃক্ষ বিতরণ করা হয়।


এছাড়া লিও ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট লিও তাসিন সোবহান, প্রোগ্রাম চেয়ারম্যান লিও ফারহান ফুয়াদ আহমেদ, ক্লাব ট্রেজারার লিও আকরাম খান, ক্লাব এক্সিকিউটিভ মেম্বার লিও নাজমা আক্তার নিহা উপস্থিত ছিলেন।


লিওরা পর্যাপ্ত নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখে শরহের ফতেহপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও গৌমতি ব্রিকস ফিল্ডের পাশ্ববর্তী স্থানে অর্ধ শতাদিক বৃক্ষ রোপণ করেন।


ক্লাব প্রেসিডেন্ট লিও তাসিন সোবহান বলেন, করোনার এ ক্রান্তিলগ্নে মানবতার সেবায় অসহায় মানুষের পাশে থাকতে হবে। লিও নতুন বর্ষের শুভ সূচনা শহরের দুইটি স্থানে প্রথম পর্যায়ে বৃক্ষরোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার আরো কয়েকটি স্থানে বৃক্ষরোপণ করা হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com