
যশোরের মণিরামপুরে চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত ৮ টার দিকে মণিরামপুর বাজারের এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দীঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হুমায়ুন কবীর বলেন, রাতে ওই নারী ভ্যানে করে যশোরের দিকে যাচ্ছিলেন। একই সময় কাঠবাহী একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি মণিরামপুর বাজারের উত্তর মাথায় পৌঁছুলে চলন্ত ট্রাকের উপর থেকে ওই নারীর মাথায় কাঠেরগুঁড়ি পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুসাব্বিরুল ইসলাম রিফাত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মরাদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]