শিরোনাম
ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রি করায় সিলগালা
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ২০:২৯
ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রি করায় সিলগালা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর বাঁশপাড়ায় নিন্মমানের ঔষধ সরবরাহ, সারকারি ওষুধ বিক্রি ও মজুদের অপরাধে একটি ফার্মেসি সিলগালা ও ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১ টায় ফেনী শহরের বাঁশপাড়া মেডিসিন মার্কেট ও মহিপাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় বাঁশপাড়াস্থ খুরশিদা মেডিকেলকে সিলগালা করা হয়।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিন্মমানের ঔষধ সরবরাহ, বিনামূল্যে বিতরণযোগ্য সরকারী ঔষধ বিক্রি ও মজুদের অপরাধে খুরশিদা মেডিকেল নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।


সূত্র আরো জানায়, অভিযানে ড্রাগ লাইসেন্স না থাকায় আরিফ হোসেন ও হাকিম হোসেন নামের দুই দোকানীর ৭ হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় মহিপাল সার্জিক্যালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/সাব্বির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com