শিরোনাম
আশুলিয়ায় স্কুল মাঠে গরুর হাট নয়: আদালত
প্রকাশ : ০৭ জুলাই ২০২০, ১৭:২৯
আশুলিয়ায় স্কুল মাঠে গরুর হাট নয়: আদালত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের জমিতে বসা গরুর হাটে আবারো নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা জজ আদালত। মঙ্গলবার দুপুরে ওই গরুর হাটের জমিতে জেলা জজ আদালতের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।


এলাকাবাসী জানান, ৭০ বছর ধরে আশুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠের প্রায় ৩.২ একর জমিতে গরুর হাট বসিয়ে গরু-ছাগল বেচাকেনার সুযোগ করে দিয়েছিল আশুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে কয়েকদিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষের ওপর বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্ষমতার জোরে উপজেলা প্রশাসন থেকে গরুর হাটটি ইজারা নেন আশুলিয়া ইউনিয়ন এলাকার জসিম উদ্দিন মোল্ল্যা পিন্টু। পরে স্কুল কর্তৃপক্ষ গরুর হাটটি নিয়ে জেলা জজ আদালতের কাছে অভিযোগ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে রিট করলে জেলা জজ আদালত বিদ্যালয়ের নিজস্ব জমিতে অবৈধভাবে গরুর হাট বসায় নিষেধাজ্ঞা জারি করেন।


দুপুরে গরুর হাটটি পরিদর্শন করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এলাকাবাসী জানায় পিন্টু মোল্ল্যা স্কুলের জমিতে অবৈধ ভাবে গরুর হাট ইজারা নিয়ে ছিলো। গরুর হাটটি জেলা জজ আদালত বন্ধ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে আরো একবার ওই জমিতে গরুর হাট বসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো উচ্চ আদালত।


বিবার্তা/সরিফুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com