শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত ২ বিচারক
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ২০:৪৩
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত ২ বিচারক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।


রবিবার (০৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (০৪ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।


ডা. একরাম উল্লাহ বলেন, শনিবার রাতে আমাদের কাছে ৪৭৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৮টি রিপোর্ট পজিটিভ। নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। বর্তমানে তারা দুইজন হোম আইসোলেশনে আছেন। আক্রান্ত বাকিদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শনিবার পর্যন্ত জেলায় ১০ হাজার ৯৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ৯৭৯ জনের নমুনার রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে ৯০৬ জন আইসোলেশনে আছেন। আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫২ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com