শিরোনাম
ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটক
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ০৮:০৯
ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ভারতীয় এক ট্রাক চালককে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে পাথর ভর্তি ট্রাকটিকে।


শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আকটকৃত ব্যক্তি, ভারতের মালদা জেলার নরেন্দ্রপুর গ্রামের খলিল শেখের ছেলে টনিক শেখ (৩২)।


চাঁপাইনবাবগঞ্জ ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ভারতের মহদিপুর থেকে পাথর ভর্তি ট্রাকে ভারত থেকে ফেনসিডিল এসেছে। খরব পেয়ে ৫৯ বিজিবির সদস্যরা ট্রাকটিকে তল্লাশি করতে গেলে ট্রাক চালক পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ঘটনস্থলে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ইন্ডিয়া ডব্লিউ বি-৫৯/বি-৩১৬৩ ট্রাকটিকে পাথরসহ জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com