
বরিশালের বাকেরগঞ্জের চরলক্ষ্মীপাশা গ্রামে মাছ ধরার চাঁই বিক্রেতা পিতা ও পুত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার (৪ জুলাই) দুপুরে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যার পর বাগান থেকে প্রথমে পুত্র ইয়াসিন এর গলাকাটা মৃতদেহ এবং পরদিন শনিবার সকাল ১০টায় পিতা হেলাল উদ্দীনের মৃতদেহ পান্ডব নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। এরা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানি গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, ট্রলারযোগে মাছ ধরার চাঁই বিক্রির জন্য বাকেরগঞ্জের শিয়ালগুনি হাটে আসেন পিতা ও পুত্র। তারা জানতে পেয়েছেন, এক ব্যক্তির কাছে চাঁই বিক্রি করলে পথে তার চাঁই নামিয়ে দেয়ার পর থেকে তাদের কোনো দেখা মেলেনি। সন্ধ্যার পর ইয়াসিনের গলা কাটা মৃতদেহ পাওয়া গেলেও হেলাল উদ্দীনের কোনো খোঁজ মেলেনি। এরপর শনিবার সকালে হেলাল উদ্দীনের মৃতদেহ পান্ডব নদীতে পাওয়া গেলে খবর পেয়ে তারা বরিশালে আসেন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন স্বজনরা। একই সাথে এ ঘটনার বিচার দাবি করেন তারা।
বিবার্তা/জসিম/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]