শিরোনাম
সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৫:৪১
সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণের ৪টি পা ও ১টি মাথাসহ ১৫ কেজি মাংস উদ্ধার করেছে বন রক্ষীরা।


শনিবার (৪ জুলাই) সকালে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবাইল টহল ফাঁড়ীর যৌথ টিম ওই এলাকায় অভিযান চালায়।


এসময় ৩ চোরা শিকারী পলিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি নৌকা, দুটি ধারালো অস্ত্র জব্দ করে বনরক্ষীরা।


পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বনরক্ষীরা সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌছায়। এসময়ে চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়।


নৌকায় তল্লাশী চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা, একপি মাথা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় চোরাশিকারীদের ব্যবহৃত নৌকা।


তিনি জানান, মাংশসহ নৌকা ফেলে পালিয়ে যাওয়া মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাস নামের ৩ চোরা শিকারীর বিরুদ্ধে মামলা করেছে বনবিভাগ।


বিবার্তা/রাজু/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com