শিরোনাম
গাজীপুরে করোনাভাইরাসে প্রধান শিক্ষকের মৃত্যু
প্রকাশ : ০৬ জুন ২০২০, ০৯:৫৬
গাজীপুরে করোনাভাইরাসে প্রধান শিক্ষকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক শফিউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


শুক্রবার (৫ জুন) রাতে স্বাস্থ্যবিধি মেনে তাকে পূর্ব চান্দনা এলাকায় দাফন করা হয়েছে।


গাজীপুর মহানগরীর ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম জানান, শফিউদ্দিন আহমেদ ২০১০ সালে স্থানীয় নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসরে যাওয়ায় পূর্ব চান্দনা এলাকায় গাজীপুর মেট্রোপলিটন স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি জ্বর এবং বুকে ও মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।


পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর ওই হাসপাতালে তার নমুনা পরীক্ষা করলে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার রাতে স্বাস্থ্যবিধি মেনে তাকে পূর্ব চান্দনা এলাকায় দাফন করা হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com