শিরোনাম
বরিশালে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ২
প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৭:২৯
বরিশালে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ২
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে এযাবতকালের মধ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬৪ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৩২ জন। এদের মধ্যে ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকিল কলেজ হাসপাতালে একই সময়ের মধ্যে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই জনের মৃত্যুর নিশ্চিত হওয়া গেছে।


স্বাস্থ বিভাগ সূত্রে, গত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত ৬৪ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটনের ১১ জন, পুলিশ পরিবারের দুইজন সদস্যসহ ১৩ জন এবং চিকিৎসক, নার্স, স্টাফ ও নার্স পরিবারের সদস্যসহ সাতজন রয়েছেন। এ পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত ২২ জন চিকিৎসক, ৩২ জন নার্স, ১০ জন স্টাফ, মেডিকেল টেকনলজিস্ট, স্টোরকিপার, ড্রাইভার, কার্পেন্টার, পরিচ্ছন্নতাকর্মী সহ ৭২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।


অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান জানান, ঝালকাঠির নলছিটির তিমিরকাঠির দেলোয়ার হোসেন (৪৫) বৃহস্পতিবার রাত ১টায় করোনা ইউনিটে ভর্তি হলে ভোর ৪টায় আইসিইউতে চিকিৎসাধীর অবস্থায় মারা যায়। এছাড়াও বরিশালের বাবুগঞ্জের চাদপাশার আ. খালেক খান (৫৫) বৃহস্পতিবার বেলা ১১টায় করোনা ইউনিটে ভর্তি হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান এই পরিচালক।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com