শিরোনাম
বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাটে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ০৪ জুন ২০২০, ২২:২৪
বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাটে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে চিনিকল শ্রমিকরা।


বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের সামনে রাস্তায় অবরোধ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন প্রায় তিন শতাধিক শ্রমিক।


বিক্ষোভ মিছিল শেষে চিনিকল চত্বরে সমাবেশে বক্তব্য দেন- জয়পুুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহসভাপতি সমলেম হোসেন বিশ্বাস,সহসাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিম মাহমুদ,ইলিয়াস বিশ্বাস রিপন প্রমুখ।


সমাবেশে শ্রমিকরা জানান, গেলো তিন মাসের মূল বেতন,গ্রাচুইটি এরিয়া বিলসহ প্রায় ১৫ কোটি টাকা বকেয়া রেখেছে চিনিকল কর্তৃপক্ষ। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।


বিবার্তা/সোহেল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com