শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কোচিং করানোর অভিযোগে দুই শিক্ষককে জরিমানা
প্রকাশ : ০৪ জুন ২০২০, ১৯:৩৫
ঠাকুরগাঁওয়ে কোচিং করানোর অভিযোগে দুই শিক্ষককে জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলে গোপনে কোচিং পরিচালনা করার দায়ে জহিরুল ইসলাম (৩৫) ও ইকরামুল হক (৩৪) নামে ২ শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলীর পরিচালনায় ২ শিক্ষক তাদের স্কুলে কোচিং পরিচালনা করার সময় সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স তাদের হাতেনাতে তাদের আটক করে এ জরিমানা প্রদান করেন।


এ বিষয়ে শিক্ষক জহিরুল বলেন, আমরা কোচিং করাই মহসিন স্যারের নিদের্শনায়, তিনি আমাদের এই জরিমানার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনলেন।


পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম তাদের সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সালের ২৫/১ দফা (খ) ধারায় ২ জনকে এই জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী এই দুই শিক্ষককে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত করেন।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com