
ভোলার লালমোহন উপজেলায় বিষপানে মুক্তা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করছে।
বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ১নং ওয়ার্ডে এলাকায় ঐ ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মুক্তা ওই এলাকার কচুয়াখালী কাদির সর্দার বাড়ির কৃষক মো. মিরাজ হোসনের মেয়ে এবং স্থানীয় কচুয়াখালী মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
লালমোহন থানা ওসি মীর খায়রুল এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষপানের পরে ঐ ছাত্রীকে ভোলা হাসপাতালে নেয় তার স্বজনেরা সেখানেই তার মৃত্যু হয়। পরে তার লাশ নিজ বাড়িতে আনলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]