শিরোনাম
ধামরাইয়ে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু
প্রকাশ : ৩১ মে ২০২০, ১২:৩১
ধামরাইয়ে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু
ধামরাই প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে করোনা আক্রান্ত হয়ে আনছার আলী নামের (৬০) এক ব্যক্তি মারা গেছে।


রবিবার (৩১ মে) সকালে ধামরাইর কাকরান এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যান।


নিহত ওই ব্যক্তির পরিবারের আরো দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এদিকে ধামরাইয়ে এ পর্যন্ত ১০৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।


অন্যদিকে নতুন করে সাভারে করোনায় আরো ২০ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সাভারে আক্রান্তর সংখ্যা ৪৪৮ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ৮জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলশনে আছেন ২৭৫ জন। বাকিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৭জন মহিলা। তাদের মধ্যে বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী রয়েছেন।


অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর সর্দি কাশির নিয়ে নমুনা পরীক্ষায় আগ্রহীদের তালিকা দীর্ঘ হচ্ছে। উপস্বর্গ নিয়ে আসাদের নমুনা পরীক্ষার জন্য ১ মাস দুরত্বের তারিখ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা জানান কর্তৃপক্ষ কীট কম সরবরাহ করায় নমুনা পরীক্ষা কম হচ্ছে।


এলাকাবাসী জানান দিনে দিনে সাভার ও ধামরাইয়ে করোনা ভাইরাসে সংখ্য বাড়ছে। স্বাস্থ্য বিধি না মানায় করোনা রোগীর সংখ্য বাড়ছে বলে মনে
করেন তারা।


বিবার্তা/শরিফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com