শিরোনাম
যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
প্রকাশ : ৩০ মে ২০২০, ০৯:২৫
যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল মামুন (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।


শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় যশোর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মামুন স্টেডিয়ামপাড়ার আবুল বাশারের ছেলে।


কোতয়ালি থানার পরিদর্শক আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেন।


যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মনি বলেন, মাগরিবের নামাজের পর স্টেডিয়ামপাড়ায় ক্লাবের পাশে কয়েক তরুণ একজনকে ছুরিকাঘাত করছে দেখে আমরা ঠেকাতে যাই। আহত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে শুনি ছেলেটি মারা গেছে।


যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com