শিরোনাম
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ২২৯ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৯ মে ২০২০, ০৯:২২
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ২২৯ জনের করোনা শনাক্ত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে আরো ২২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যাক করোনা আক্রান্ত রোগী শনাক্তের ঘটনা। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪২৯ জনে।


বৃহস্পতিবার (২৮ মে) বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।


চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডিতে ৮৪টি নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ৩৬ জনের। তাঁরা সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা।


অপরদিকে সিভাসু ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৪২ জনের। এর মধ্যে নগর এলাকার ১৭ জন এবং বাকি ২৫ জন বিভিন্ন উপজেলার। চমেক ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ১৩৯ জনের। এর মধ্যে নগর এলাকায় ১৩২ এবং জেলার আছেন সাতজন।


এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ২২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ পাওয়া গেছে ১২ জনের।


চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯৭ জন এবং মারা গেছেন ৬৭ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com