শিরোনাম
শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে
প্রকাশ : ২৮ মে ২০২০, ১৩:৩৪
শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী ও গাড়ির চাপ নেই। যাত্রী ও গাড়ি পারাপার হচ্ছে স্বাভাবিকভাবে। তবে ঈদের ছুটি কাটিয়ে মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেছে। ফলে চাপ বাড়তে শুরু করেছে এ রুটে।


বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ৪ টি রো-রো ফেরিসহ ১০ ফেরি চলাচল করছে এই নৌরুটে।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মোঃ ফয়সাল জানান, আজ বৃহস্পতিবার ভোর থেকেই চারটি রো-রো ফেরিসহ ১০ ফেরি চলাচল করছে এ নৌরুটে। সকালে কাঁঠালবাড়ি থেকে আসা যাত্রীদের কিছুটা চাপ থাকলেও। বেলা বাড়ার সাথে
সাথে লোকজন ও গাড়ির চাপ একদম কমে গেছে। ঘাটে গাড়ি ও যাত্রী আসার সাথে সাথেই স্বাভাবিক ভাবেই পারাপার হতে পারছে।


বিবার্তা/তারিকুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com