
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের একটি খাল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালের উত্তরপ্রান্তে পানি থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।
জানা যায়, সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নেপাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালে একটি ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
অজ্ঞাত পরিচয়ে মহিলাটির বয়স অনুমান ৬৫ থেকে ৭০ বছর। মহিলাটিকে কেউ চিনতে পারলে সনাক্ত করার জন্য বানিয়াচং থানার ওসির মুঠোফোনে (নং-০১৭১৩৩৭৪৪০৪) অথবা ডিউটি অফিসারের নাম্বারে ০১৭৩৩২৪১০৫১ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিবার্তা/ছনি/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]