শিরোনাম
দামুড়হুদায় এনজিও কর্মীকে শ্বাসরোধে হত্যা
প্রকাশ : ২৫ মে ২০২০, ১৬:০৮
দামুড়হুদায় এনজিও কর্মীকে শ্বাসরোধে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও কর্মী সাইফুল ইসলামকে (৩৮) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।


সোমবার (২৫ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত সাইফুল ইসলাম উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের আব্দার হোসেনের ছেলে। তিনি এনজিও ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ শাখার মাঠকর্মী ছিলেন।


স্থানীয়রা জানায়, রবিবার (২৪ মে) বিকেলে ঈদ বাজারের জন্য মাংস কিনতে বাড়ি থেকে বের হন সাইফুল। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। রাতেই নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় তার পরিবারের সদস্যরা।


সোমবার সকালে কুতুবপুর বিজিবি ক্যাম্পের পাশের একটি বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় কৃষকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল জানান, সাইফুল ইসলামের গলায় রক্তাক্ত জমাট লাল দাগ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com