শিরোনাম
বরিশালের জেলা প্রশাসক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ অব্যাহত
প্রকাশ : ২৩ মে ২০২০, ১৯:১৬
বরিশালের জেলা প্রশাসক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ অব্যাহত
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা মোকাবেলায় অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বরিশালের জেলা প্রশাসক ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসকের অর্থায়নে শনিবার (২৩ মে) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণকালে সমাজসেবা দফতরের প্রবেশনকর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বিভিন্ন গণমাধ্যম, মোবাইল ফোন ও ফেইসবুক এর মাধ্যমে খবর নিয়ে নগরীর অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। খেতে পারছে না এমন অসহায় পরিবারের কেউ তথ্য দিলে আমরা সেখানে ত্রাণ পৌছে দিচ্ছি।


এদিকে করোনা মোকাবেলায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে আশা, পরশমনি সংস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থাগুলো। ঈদ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর বাংলা বাজার এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী চাল, ডাল, সেমাই, চিনি, তেল, আলু ও লবণ বিতরণ করেছে পরশমনি সমাজকল্যাণ সংস্থা।


এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদা বেগম সহ অন্যান্য সদস্যরা।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com