শিরোনাম
ঝাউবন থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশ : ২২ মে ২০২০, ১৫:২৪
ঝাউবন থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টের ঝাউবন থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (২২ মে) ভোরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।


পুলিশ জানিয়েছে, মৃতদেহটি কক্সবাজার শহরের আলোচিত বিডিআর সৈয়দ হত্যাকান্ডের মূল হোতা ২০ মামলার পলাতক আসামি মোহাম্মদ আলমগীরের (২৩)। সে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটা এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।


গত ১৮ এপ্রিল শহরের দক্ষিণ রুমালিযারছরা চেয়ারম্যানের মায়ের ঘোনা এলাকায় আবু সৈয়দ প্রকাশ বিডিআর সৈয়দকে (৬৫) জবাই করে হত্যা করা হয়েছিলো।


কক্সবাজার মডেল থানার ওসি সৈয়দ শাহজাহান কবির জানান, শুক্রবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


তার বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অন্তত ২০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/তাহজীবুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com