শিরোনাম
জামলাপুরে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু
প্রকাশ : ২২ মে ২০২০, ১০:১৮
জামলাপুরে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) বিকালে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলার বাসিন্দা এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট চার জনের মৃত্যু হলো।


এদিকে জেলায় বৃহস্পতিবার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে এ নিয়ে মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো।


এছাড়া পুরাতন ছয় জনের পরীক্ষার রিপোর্টে পুনরায় পজিটিভ এসেছে বলে জানান জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।


মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল জানান, গত ১৯ মে মঙ্গলবার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ৫৩ বছর বয়সী এক পরিবহন শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে গত ২০ মে বুধবার জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়।


সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ জামালপুরে মেলান্দহের ঝাওগড়ায় নিজ বাড়িতে এনে স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হবে বলে জানান সিভিল সার্জন।


অপরদিকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় জামালপুর সদরের একজন চিকিৎসক, ইসলামপুরের একজন, মেলান্দহের ৯ জন এবং মিরাজ নামে ঠিকানাবিহীন আরও একজনসহ মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।


জামালপুরে এখন পর্যন্ত জামালপুর সদরে ৫০ জন, মেলান্দহে ৪৬ জন, ইসলামপুরে ২৬ জন, মাদারগঞ্জে ১৩ জন, সরিষাবাড়িতে ১৩ জন, বকশীগঞ্জে ১২ জন, দেওয়ানগঞ্জে ৯ জনসহ মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সুস্থ হয়েছেন মোট ৮৫ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com