শিরোনাম
শরীয়তপুরে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা
প্রকাশ : ২১ মে ২০২০, ২০:০৫
শরীয়তপুরে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শরীয়তপুর জেলার জাজিরা থানায় জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।বৃহস্পতিবার (২১ মে) ঈদ উপহার সামগ্রী হিসেবে দরিদ্র মানুষদের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।


শিক্ষার্থীরা জানান, শরীয়তপুর জেলার জাজিরা থানা নদী ভাঙ্গন কবলিত একটি নিচু এলাকা।বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি চরম বিপর্যস্থ। আর জাজিরাবাসি বেশিরভাগ মানুষ রেমিটেন্স নির্ভর। তাই বিশ্ব অর্থনীতি বিপর্যস্থ হওয়ায় তারা চরম বেকায়দায় পড়েছে।



যে পরিমান সরকারি ত্রান আসছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।এমতাবস্থায় ভয়াবহ এই মহামারীতে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আমরা জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের কিছু বন্ধু একত্রিত হই এবং সিদ্ধান্ত নেই মানুষকে সাহায্য করার।


সেই ধারাবাহিতায় ৩০০ পরিবারকে খাদ্য সহয়তা দেয়ার জন্য ফান্ড গঠন করি। এরপর টাকা সংগ্রহ করে অসহায় পরিবারগুলার কাছে ঈদ উপহার সামগ্রী হিসেবে সহায়তা পৌঁছে দেই। এ সময় শিক্ষার্থীরা যারা সহযোগীতা করেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


বিবার্তা/আলমগীর/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com