শিরোনাম
করোনাকালে কক্সবাজার ঈদ জামাতে ৬ নির্দেশনা
প্রকাশ : ২১ মে ২০২০, ১৯:৩৬
করোনাকালে কক্সবাজার ঈদ জামাতে ৬ নির্দেশনা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় সংক্রান্ত বিষয়ে ৬ টি নির্দেশনা প্রদান করেছে কক্সবাজারের জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ ৬ টি করণীয় নির্ধারণ করে সভায় অংশগ্রহণকারীরা।


কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান সহ সভায় ইমামরা অংশ নেন।


জানা গেছে, নির্ধারিত ৬ টি নিদের্শনা হলো-



  • খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।

  • মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।

  • প্রতি জামাতে পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।

  • প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

  • ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

  • মসজিদে কোনো কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।


বিবার্তা/তাহজীবুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com