
চাঁদপুর সদর গাছের ডাল ভেঙে পড়ে চাপায় জান্নাত বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দিনগত রাতে উপজেলার বালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জান্নাত বেগম ওই উনিয়নের দক্ষিণ গুলিশ গ্রামের রিকশা চালক মো. মনির হোসেন রাঢ়ী ছেলে। তার বাবার নাম মো. ওয়াহাব গাজী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী জানান, ঝড়ো বাতাসের মধ্যে আম কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে পড়ে চাপায় ওই নারীর মৃত্যু হয়। সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]