শিরোনাম
খুলনায় ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে ডিলার আটক
প্রকাশ : ২০ মে ২০২০, ০৮:৫৮
খুলনায় ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে ডিলার আটক
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার তেরখাদায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাত হোসেন (৪৫) নামে এক ডিলারকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (১৯ মে) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিকতে উপজেলার শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়।


আটক সারাফাত তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ১০ টাকা মূল্যে বিতরণ করা সরকারি চালের ডিলার।


জানা গেছে, তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের ৬ ব্যক্তির চাল ডিলার সারাফাত দীর্ঘদিন ধরে আত্মসাত করে আসছেন। চাল না পাওয়া ওই ৬ ব্যক্তি হলেন- বলরামপুরের সৈয়দ সাহজাহান, সৈয়দ ফুরবান আলী, অনুপ কুমার মন্ডল, অনাদী বিশ্বাস, মো: মিতুন আলী ও বিমন সমদ্দার।


তারা জানান, তারা জানেন না তাদের নামে কার্ড আছে। এখন শুনছেন তাদের নামে কার্ড করে ডিলার সারাফাত চাল আত্মসাত করছেন।


তেরখাদা থানার ওসি গোলাম মোস্তাফা বলেন, ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাতকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com