শিরোনাম
কালীগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশ : ১৮ মে ২০২০, ১৬:৪২
কালীগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।


সোমবার (১৮ মে) সকালে কারখানা ফটকে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।


এসময় তারা রাস্তায় শুয়ে বসে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কের দু’ধারে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশের তীব্র যানজটের সুষ্টি হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা। তারা অভিযোগ করেন, গত চার মাস কারখানার প্রায় সাড়ে ৮০০ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না। এতে মানবেতর জীবন যাপন করছে তারা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবি জানানো হয়।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com