শিরোনাম
ইসলমাপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
প্রকাশ : ১৭ মে ২০২০, ২০:২৪
ইসলমাপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরে কালবৈশাখীঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। এছাড়াও আমগাছসহ বিভিন্ন ফল ও সবজি বাগানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।


শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-হাওয়ায় পৌরশহরের পলবান্ধা, টংগের আগলা, মোশাররফগঞ্জ, তেগুরিয়া, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের শতাধিক কাঁচাপাকা বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। উপড়ে যায় গাছপালা। ক্ষতি হয় আমগাছসহ আবাদি ফসলের।


এছাড়াও পৌর শহরের বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয় এবং ঘরের মধ্যে অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়। একই এলাকার দিনমজুর মো. মাসুদ মিয়ার ঘরের একটি চাল ঝরে উড়িয়ে নিয়ে অন্যত্র রাখে।


এ ব্যাপারে ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা পেলে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/ওসমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com