শিরোনাম
দৌলতপুরে ইয়াবাসহ শিক্ষক ও সহযোগী আটক
প্রকাশ : ১৭ মে ২০২০, ১৭:২৫
দৌলতপুরে ইয়াবাসহ শিক্ষক ও সহযোগী আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবাসহ মিনহাজ উদ্দিন (৪৫) নামে এক স্কুল শিক্ষক ও তার সহযোগী রকিবুল ইসলাম রকি (২৬) কে আটক করেছে বিজিবি।


শনিবার (১৬ মে) রাতে উপজেলার মহিষকুন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয় এবং উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা।


দৌলতপুর থানা পুলিশ জানায়, স্কুল শিক্ষক মিনহাজ উদ্দিন ও তার সহযোগী রকিবুল ইসলাম রকি মাদক ক্রয় বিক্রয় করছে এমন গোপন সংবাদ পেয়ে মহিষকুন্ডি বিজিবি’র টহল দল মহিষকুন্ডি পুরাতন কাষ্টম মোড় এলাকায় অভিযান চালায়। এসময় একটি হোন্ডা মোটরসাইকেলসহ ইনসাফনগর হাইস্কুলের শিক্ষক মিনহাজ উদ্দিন ও তার সহযোগি রকিবুল ইসলাম রকিকে আটক করে।


পরে তাদের দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে শনিবার রাত ১১টার দিকে স্কুল শিক্ষকসহ ২ জনকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com