শিরোনাম
ময়মনসিংহে চার চিকিৎসকসহ ২৩ জনের করোনা পজিটিভ
প্রকাশ : ১৫ মে ২০২০, ০৮:৫৫
ময়মনসিংহে চার চিকিৎসকসহ ২৩ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় আরো চার চিকিৎসক ও পাঁচ স্বাস্থ্যকর্মীসহ ২৩ জনের করোনা পজিটিভ ফল এসেছে।


বৃহস্পতিবার (১৪ মে) পরীক্ষা শেষে ময়মনসিংহ বিভাগের ২২ জন এবং গাজীপুর জেলার একজনের করোনা পজিটিভ ফল জানা যায়।


মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ৪ শিফটে ৪ জেলা থেকে আসা ৩০৩ জনের পরীক্ষা শেষে ২৩ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।


নতুন শনাক্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক ও পাঁচ জন স্বাস্থ্যকর্মী, ময়মনসিংহ সদর উপজেলার চার জন, ঈশ্বরগঞ্জের এক চিকিৎসক ও ভালুকার একজন রয়েছে। এনিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত ২৬০ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন পাঁচজন।


এছাড়া জামালপুরে একজন, নেত্রকোনায় সাত জন এবং গাজীপুর জেলার একজনের করোনা পজিটিভ ফল এসেছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com