শিরোনাম
ত্রাণ বিতর‌ণে অনিয়মের প্র‌তিবা‌দে আ.লীগ নেতার পদত্যাগ
প্রকাশ : ১৪ মে ২০২০, ০৮:৩৬
ত্রাণ বিতর‌ণে অনিয়মের প্র‌তিবা‌দে আ.লীগ নেতার পদত্যাগ
কি‌শোরগ‌ঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কি‌শোরগ‌ঞ্জের পাকু‌ন্দিয়ায় ত্রাণ বিতরণে অনিয়মের প্র‌তিবা‌দে উপ‌জেলা সরকা‌রি ত্রাণ ক‌মি‌টির সদস্য পদ থেকে পদত্যাগ ক‌রে‌ছেন পাকু‌ন্দিয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক মোতা‌য়েম হো‌সেন স্বপন।


বুধবার (১৩ মে) পাকু‌ন্দিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা ত্রাণ ক‌মি‌টির সভাপ‌তির কা‌ছে তিনি লি‌খিত পদত্যাগপত্র জমা দেন।


মোতা‌য়েম হো‌সেন স্বপন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বলেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার টে‌লি‌ফোন পে‌য়ে গত ১০ মে উপ‌জেলা ত্রাণ ক‌মি‌টির একজন সদস্য হি‌সে‌বে ক‌মি‌টির সভায় যোগ দেই। সভায় এ পর্যন্ত যা‌দের‌কে ত্রাণ দেয়া হ‌য়ে‌ছে তা‌দের মাস্টার রোল দেখ‌তে চাইলে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাস্টার রোল দেয়া যা‌বে না ব‌লে জানান। তাই আমি ক‌মি‌টির সদস্যপদ থে‌কে পদত্যাগ ক‌রেছি।


তিনি অভিযোগ করেন, বি‌ভিন্ন ইউনিয়‌নে ২০ কে‌জি ক‌রে চাল দেয়ার কথা থাক‌লেও ১০ থে‌কে ১২ কে‌জি ক‌রে দেয়া হ‌চ্ছে। ত্রাণ বিতরণের তা‌লিকা তৈ‌রি‌তে অনিয়ম ও দুর্নী‌তি করা হ‌চ্ছে।


এ ব্যাপা‌রে পাকু‌ন্দিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. না‌হিদ হাসা‌নের মোবাইল ফো‌নে একাধিকবার যোগা‌যোগের চেষ্টা করা হ‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com