
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১১ জন করোনা রোগী শনাক্ত হলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রাপ্ত প্রতিবেদনে ওই ব্যক্তি শনাক্ত হন বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ওই ব্যক্তি নাগেশ্বরী পৌর এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি বাড়িতে ফেরার পর গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু বকর সিদ্দিক জানান, ওই ব্যক্তিকে আইসোলেশনে নেয়ার পাশাপাশি তার বাড়ি লকডাউন করার ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]