শিরোনাম
নীলফামারীতে স্বাস্থ্যকর্মীসহ আরো দুইজন করোনায় আক্রান্ত
প্রকাশ : ০১ মে ২০২০, ১০:৩৬
নীলফামারীতে স্বাস্থ্যকর্মীসহ আরো দুইজন করোনায় আক্রান্ত
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ আরো দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


বৃহস্পতিবার(৩০ এপ্রিল)সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় দুইজনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী ও করোনা (প্যাথলজিষ্ট) নমুনা সংগ্রহকারী (৪২) এবং ঢাকা ফেরত শ্রমিক জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বাসিন্দা (২০)।


আক্রান্ত ওই দুইজনকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।


এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ জন। জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে ৫২জনসহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ১৪০জন।


উল্লেখ্য, নীলফামারী জেলায় এ পর্যন্ত ১৭ জন করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।


বিবার্তা/সুজন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com